স্টাফ রিপোর্টার, প্রভাষক জাহিদ হাসান | দৈনিক সংবাদ ৭১
দিনাজপুরের বিরল উপজেলায় নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌরসভার সাবেক মেয়র সবুজার রহমান সিদ্দিকী সাগরসহ ৭ আওয়ামী লীগ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১৩ জুলাই) দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয় কিশোর নাথের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ৫ আগস্ট ‘বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন’ চলাকালে নাশকতার অভিযোগে বিরল থানায় একটি মামলা হয়। মামলায় সবুজার রহমান সিদ্দিকী সাগরসহ অন্যদের আসামি করা হয়।
আসামিরা চলতি বছরের জুন মাসে হাইকোর্ট থেকে চার সপ্তাহের জন্য ডিরেকশন আদেশ (অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশনা) পেয়েছিলেন। সেই মেয়াদ শেষ হওয়ায় রোববার তারা জেলা আদালতে আত্মসমর্পণ করেন।
আসামিরা হলেন:
বিচারকের নির্দেশে বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সবুর।