1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
অন্তর্বর্তী সরকার অপরাধীদের আশ্রয় দিচ্ছে কি না—প্রশ্ন তারেক রহমানের | দৈনিক সংবাদ ৭১
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ফকিরহাটে ২০,৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফকিরহাটে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো এইচএসসি পরীক্ষার সপ্তম দিনের কার্যক্রম ফকিরহাটে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো এইচএসসি পরীক্ষার সপ্তম দিনের কার্যক্রম ইতিহাস গড়ল বাংলাদেশ, এশিয়া কাপ হকিতে মেয়েদের প্রথম পদক কক্সবাজারে আসামিকে মোবাইল ফোন সুবিধা দেওয়ায় ৫ পুলিশ সদস্য ক্লোজড অন্তর্বর্তী সরকার অপরাধীদের আশ্রয় দিচ্ছে কি না—প্রশ্ন তারেক রহমানের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ‘বিরল বৈঠকে’ বসছে সিরিয়া ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে জামালপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসানের যোগদান চৌগাছায় এবি পার্টির উদ্যোগে অবহেলিত মানুষের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরণ স্বাস্থ্য সচিবের মতবিনিময় সভা থেকে জামায়াতের আনুষ্ঠানিক বর্জন

অন্তর্বর্তী সরকার অপরাধীদের আশ্রয় দিচ্ছে কি না—প্রশ্ন তারেক রহমানের

স্টাফ রিপোর্টার: হারুন অর রশিদ, দৈনিক সংবাদ ৭১
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

 


অন্তর্বর্তী সরকার অপরাধীদের আশ্রয় দিচ্ছে কি না—প্রশ্ন তারেক রহমানের

স্টাফ রিপোর্টার: হারুন অর রশিদ, দৈনিক সংবাদ ৭১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপরাধীদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি প্রশ্ন তোলেন—দেশের বিভিন্ন স্থানে সংগঠিত দলবদ্ধ সহিংসতা বা ‘মব’ সৃষ্টির পেছনে সরকারের কোনো গোপন ভূমিকা আছে কি না।

পুরান ঢাকায় সম্প্রতি সংঘটিত একটি নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভিডিও ফুটেজে আমরা যাঁকে হত্যাকাণ্ডে জড়িত হতে স্পষ্টভাবে দেখেছি, তাঁকে এখনও গ্রেপ্তার করা হয়নি—এ প্রশ্ন সবার। কেন এই অন্যায়কারীদের আশ্রয় দেওয়া হচ্ছে?”

শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠান আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

তারেক রহমান আরও বলেন, “আমরা কি তাহলে ধরে নেব, যারা মব তৈরি করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের পেছনে সরকারের বা প্রশাসনের কোনো অংশের নীরব সমর্থন রয়েছে?” তিনি দাবি করেন, “অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার বলেছি—অন্যায়কারী যেই হোক, তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা।”

অপরাধীদের বিরুদ্ধে দলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “যে অন্যায় করবে, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে। কোনো অন্যায়কারীকে দলের পরিচয়ে রক্ষা করা সমর্থনযোগ্য নয়।”

জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ‘চলমান ষড়যন্ত্র’ নিয়েও কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, “স্বৈরাচার পতনের মাধ্যমে জনগণের বিজয় এলেও ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। কারা পরিবেশকে অস্থির করতে চায়, তা আমরা পর্যবেক্ষণ করছি।”

শহীদ পরিবারগুলোর উদ্দেশে তিনি বলেন, “আপনাদের স্বজনেরা আত্মত্যাগ করেছেন—তাদের ন্যায়বিচার কেন এখনও হচ্ছে না, সেই প্রশ্ন জোর গলায় তুলুন। কারা হত্যাকাণ্ড ঘটিয়ে বিচার বিলম্বিত করছে, তাদের চিহ্নিত করতে হবে।”

অনুষ্ঠানে খুলনায় যুবদলের এক কর্মী হত্যার ঘটনাও তুলে ধরেন তিনি। বলেন, “তাঁর রগ কেটে দেওয়া হয়েছে, অথচ সেই বিচার নিয়েও কথা বলা হচ্ছে না। উল্টো দাবি করা হচ্ছে, বিএনপি লাশ নিয়ে রাজনীতি করছে। এসব প্রশ্নের জবাব খুঁজতে হবে, কারণ এর সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব জড়িত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।