আজিজুর রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার, বাগেরহাট
১২ জুলাই ২০২৫, শনিবার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বাগেরহাটের রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “বর্তমান সড়ক ব্যবস্থার করুণ চিত্র দেখে বোঝার উপায় নেই যে এটি খানজাহান আলীর খলিফাতাবাদ শহর।”
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বাগেরহাট শহরের রেলরোড চত্বরে এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “বাগেরহাট সমৃদ্ধ ইতিহাস ও পাঁচ শত বছরের ঐতিহ্য বহন করে। এটি খানজাহান আলীর হাতে গড়ে ওঠা শহর, মসজিদের শহর, দিঘির শহর এবং বিলের শহর হিসেবে খ্যাত। কিন্তু আজ এখানকার রাস্তাঘাট এমনভাবে নষ্ট হয়ে গেছে যে সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।”
তিনি আরও বলেন, “আমরা কোনো দলের বিরোধিতা করছি না, বরং পুরনো রাজনৈতিক সংস্কৃতি, চাঁদাবাজি ও মাফিয়া-রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমাদের লক্ষ্য বিচার, সংস্কার ও একটি নতুন সংবিধানের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নেওয়া।”
পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।