1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ফরিদপুরে চাঁদাবাজদের বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা | দৈনিক সংবাদ ৭১
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

ফরিদপুরে চাঁদাবাজদের বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা

মো: রায়হান, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫

 


ফরিদপুরে চাঁদাবাজদের বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা

মো: রায়হান, স্টাফ রিপোর্টার

সারাদেশে চলমান হত্যাকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছেন ছাত্র জনতা।

শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কাজী রিয়াজ। এতে আরও বক্তব্য রাখেন সদস্য সচিব সোহেল রানা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস প্রমুখ।

বক্তারা সম্প্রতি ঢাকার মিডফোর্ড এলাকায় চাঁদাবাজদের হাতে নিহত ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে অরাজকতা, সন্ত্রাস, হত্যা ও চাঁদাবাজির মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এভাবে একটি স্বাধীন রাষ্ট্র চলতে পারে না।

তারা বলেন, দেশে বর্তমানে যে অব্যবস্থাপনা চলছে, তা প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে—খুন, ধর্ষণ, রাজনৈতিক সংঘর্ষ ক্রমাগত বেড়েই চলেছে। এই পরিস্থিতির দায়ভার সব রাজনৈতিক দলেরই নিতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫ আগস্টের পূর্বেও ছাত্র জনতা রাজপথে ছিল, এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। যদি দেশের পরিস্থিতি আরও অবনতি ঘটে, তবে পূর্বের মতোই ছাত্র জনতা তা প্রতিহত করবে।

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মস্তান থাকতে পারবে না—তাদের কঠোরভাবে দমন করা হবে। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

তারা নিহত ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এর আগে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে পথসভায় মিলিত হয়। কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।