মো: শামীম হাওলাদার, মাল্টিমিডিয়া রিপোর্টার, বাগেরহাট
১২ জুলাই ২০২৫, শনিবার
সারাদেশে ঘোষিত ‘জুলাই মাসের পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে অনুষ্ঠিত হলো এক বিশাল পদযাত্রা ও জনসভা। শনিবার বিকেলে বাগেরহাট রেল রোড মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলার হাজারো ছাত্রছাত্রী, সাধারণ জনগণ ও স্থানীয় নেতাকর্মীরা।
জাতীয় নাগরিক পার্টি (NCP) আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নাহিদ, হাসানাত, সারজিস আখতার ও তাসনিম।
সভায় বক্তারা দেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রীয় নেতা নাহিদ তার বক্তব্যে বলেন—
“এ দেশে কোনো চাঁদাবাজ, দখলদার বা দুর্নীতিবাজের ঠাঁই নেই। যারা একদিন জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন, আজ তাঁদের প্রয়োজন আরও গভীরভাবে অনুভব করছি। তরুণরাই গড়বে একটি নতুন বাংলাদেশ—সুশাসিত, মানবিক ও স্বচ্ছ।”
বক্তারা বলেন, “জুলাই বিপ্লব কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয়, এটি একটি মানসিক ও আদর্শিক জাগরণ। এই চেতনার ভিত্তিতেই একটি কল্যাণমুখী বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখা হচ্ছে।”
সভায় জুলাই আন্দোলনের সময় শহীদদের পরিবার থেকে আগত প্রতিনিধিদের সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পদযাত্রা ও সভা শেষে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
বিভিন্ন এলাকা থেকে আগত অংশগ্রহণকারীরা প্রত্যয় ব্যক্ত করেন—তারা তরুণ প্রজন্মের নেতৃত্বে একটি উন্নত, দায়িত্বশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।