স্টাফ রিপোর্টার: হারুন অর রশিদ
সারাদেশজুড়ে পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বৃহস্পতিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “দেশব্যাপী পুলিশের একযোগে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতারদের মধ্যে ৯৯৮ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪২০ জন অন্যান্য অপরাধে জড়িত ছিলেন।”
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছু অস্ত্র ও সরঞ্জাম জব্দ করে। এর মধ্যে রয়েছে—
পুলিশ জানায়, অপরাধ দমনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ ধরনের অভিযান চলমান থাকবে।