বিলাইছড়িতে টানা বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নির্ঘুম রাত
মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল), বিলাইছড়ি, রাঙ্গামাটি | ১১ জুলাই ২০২৫
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার জনজীবন। টানা বৃষ্টির ফলে পাহাড়ি জনপদে বাড়ছে ভূমিধসের ঝুঁকি। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার নিচে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত মানুষজন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই নির্ঘুম রাত পার করছেন পাহাড় ধসের আশঙ্কায়।
বৃষ্টির কারণে বিলাইছড়ির দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। দোকানপাট ও বাজারেও দেখা যাচ্ছে কম জনসমাগম। এরই মধ্যে পাহাড় ধসের সম্ভাবনায় জনমনে তৈরি হয়েছে উদ্বেগ।
বিলাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মামুনুল হক জানান, উপজেলার সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সর্তক থাকতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পূর্বের অভিজ্ঞতাও কম ভয়াবহ নয়। ২০১৭ সালে পাহাড় ধসে দুই সেনা কর্মকর্তা ও পাঁচ সেনাসদস্যসহ অন্তত ১২০ জন প্রাণ হারান, যদিও বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা আরও বেশি। ২০১৮ সালে একইভাবে ১১ জনের মৃত্যু হয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে স্থানীয়রা প্রশাসনের প্রতি আরও সক্রিয় সহায়তা ও দ্রুত আশ্রয়ের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।