অধ্যক্ষের দুর্নীতির সংবাদে সাংবাদিকের নামে থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার: মো. জলিল মৃধা
রংপুরের বদরগঞ্জে ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও স্থানীয় ওলামালীগের সভাপতি আব্দুল আলিমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এই দুর্নীতির তথ্য দৈনিক আমাদের সময়সহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে অধ্যক্ষ আব্দুল আলিম ক্ষুব্ধ হয়ে দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক বিপ্লব সরকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, সাংবাদিক বিপ্লব সরকার ও মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল রউফ পরিকল্পিতভাবে অধ্যক্ষের মানহানি করেছেন। অথচ ভুক্তভোগী ১৯ জন শিক্ষক-কর্মচারী ঐক্যবদ্ধভাবে নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় মাদ্রাসায় ৬ জন শিক্ষক-কর্মচারী নিয়োগে ৪০ লাখ টাকা ডোনেশন নেন অধ্যক্ষ, যার কোনো উন্নয়নমূলক কাজে ব্যবহার হয়নি। প্রতিবাদ করায় শিক্ষক-কর্মচারীদের রাজনৈতিক অপবাদ দিয়ে ভয়ভীতি দেখান তিনি। আওয়ামী লীগের পতনের পর বিষয়টি প্রকাশ্যে এলে অধ্যক্ষ আপোষ-মীমাংসার চেষ্টা করলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেন।
এ ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগও দায়ের করেছেন উপাধ্যক্ষ আব্দুল রউফ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিয়োগ বাণিজ্যের অভিযোগ তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।