মোঃ জলিল মৃধা
স্টাফ রিপোর্টার, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
১১ জুলাই ২০২৫
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কলেজ ইউনিট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১০ জুলাই) কলেজ ক্যাম্পাসে এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আক্তার উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোহাম্মদ জাফর ইমাম সিকদার। তিনি তাঁর বক্তব্যে রেড ক্রিসেন্টের মানবিক কর্মকাণ্ড ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মির্জাগঞ্জ ইউনিটের স্বাস্থ্য বিভাগের প্রধান মোঃ ওলি উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী, পটুয়াখালী জেলা ইউনিটের পরিচালক মোঃ ফারুক আহমেদ এবং রেড ক্রিসেন্টের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব রেড ক্রিসেন্ট সোসাইটির পটুয়াখালী জেলা ইউনিটের যুব প্রধান জুবায়ের হোসেন নাসিম, মির্জাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ শুভ এবং কলেজ ইউনিটের দলনেতা মোঃ রাব্বি মল্লিক, মোঃ জাহিদ ও মোঃ ওলিউল্লাহ।
বক্তারা রেড ক্রিসেন্টের মতো মানবিক সংগঠনের কার্যক্রমকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে কলেজ ইউনিটের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে ইউনিট অফিসটি পরিদর্শন করা হয় এবং সদস্যদের মধ্যে দায়িত্বরত ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।