নিজস্ব প্রতিবেদক: প্রভাষক জাহিদ হাসান
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার (সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত) দেশের বেশ কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়াবিদ ও উপ-পরিচালক ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে—১৫৪ মিলিমিটার। রাজধানী ঢাকায় এই সময়ের মধ্যে বৃষ্টি হয়েছে ৪৬ মিলিমিটার।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সমুদ্র সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।