মো. জলিল মৃধা
মির্জাগঞ্জ, পটুয়াখালী | ১১ জুলাই ২০২৫
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পটুয়াখালী জেলা ইউনিটের আওতাধীন মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজে রেড ক্রিসেন্ট ইউনিটের অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১০ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে ইউনিট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম সিকদার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আক্তার উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. জাফর ইমাম সিকদার বলেন, “রেড ক্রিসেন্টের মূল শক্তি যুবসমাজ। শিক্ষাপ্রতিষ্ঠানে ইউনিট গঠনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তায় তরুণদের ভূমিকা আরও সুসংগঠিত হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক মো. আসাদুজ্জামান, সমাজসেবক ও রাজনীতিবিদ মো. জাহাঙ্গীর আলম ফরাজী, রেড ক্রিসেন্ট পটুয়াখালী জেলা ইউনিটের পরিচালক মো. ফারুক আহমেদ, যুব রেড ক্রিসেন্ট পটুয়াখালী জেলার যুব প্রধান জুবায়ের হোসেন নাসিম, এবং মির্জাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মো. শুভ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রেড ক্রিসেন্ট মির্জাগঞ্জ ইউনিটের স্বাস্থ্য বিভাগের প্রধান মো. ওলি উল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ইউনিটের দলনেতা মো. রাব্বি মল্লিক, মো. জাহিদ, মো. ওলি উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কলেজ শিক্ষার্থী।
অনুষ্ঠান শেষে রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য পরিকল্পনা ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।