বিলাইছড়িতে এসএসসিতে পাশের হার ৫০ শতাংশ, কেউ পায়নি জিপিএ-৫
মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল), বিলাইছড়ি, রাঙ্গামাটি | ১১ জুলাই ২০২৫
সারা দেশের সঙ্গে একযোগে ঘোষিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় পাশের হার আশানুরূপ হয়নি। উপজেলা পর্যায়ে গড় পাশের হার মাত্র ৫০ শতাংশ, আর জিপিএ-৫ অর্জন করতে পারেনি একজন পরীক্ষার্থীও।
বিলাইছড়ি উপজেলার একমাত্র এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম জানান, এবার এই কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেয় ৩১৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে নিয়মিত ২৩৩ জন ও অনিয়মিত ৮৬ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও সরকারি উচ্চ বিদ্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২১৫ জন, যার মধ্যে পাশ করেছে ১০২ জন—পাশের হার ৪৭.৪৪ শতাংশ। ফারুয়া উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয় ৮৩ জন, পাশ করে ৪৭ জন—পাশের হার ৫৬.৬৩ শতাংশ। হাজার মানিক উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় বসে ২১ জন, পাশ করে মাত্র ৬ জন—পাশের হার ২৮.৫৭ শতাংশ।
সর্বমোট ২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৯ জন পাশ করেছে, যা থেকে বোঝা যায়, পুরো উপজেলায় গড় পাশের হার ৫০ শতাংশের কিছু নিচে। সবচেয়ে হতাশাজনক দিক হলো, পুরো উপজেলায় একজন শিক্ষার্থীও সর্বোচ্চ গ্রেড পায়নি।
স্থানীয় অভিভাবক ও শিক্ষক মহল ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।