মোঃ শামীম হাওলাদার
মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক সংবাদ ৭১
১১ জুলাই ২০২৫
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন যুব জামায়াতের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ইউনিয়নের স্থানীয় একটি মিলনায়তনে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ মনজুর হক রাহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুইপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মঈন উদ্দীন এবং ইউনিয়নের ওলামায়ে বিভাগের আমির মাওলানা ইমামুদ্দিন। এ ছাড়া স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী, যুব জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সাধারণ সভায় বক্তব্য রাখেন মোঃ মনজুর হক রাহাদ। তিনি বলেন,
“আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা আমাদের ঈমানী দায়িত্ব। এ লক্ষ্য বাস্তবায়নে আমরা দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছি। দিনে দিনে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে, বিশেষ করে যুব সমাজ দারুণভাবে অনুপ্রাণিত হয়ে জামায়াতে ইসলামের পতাকাতলে এসে দাঁড়াচ্ছে।”
তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবকদের সাহসের সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন,
“সমস্ত ভয়, বাধা ও অনিয়ম উপেক্ষা করে ইসলামের বিজয়ের লক্ষ্যে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের বিশ্বাস, অচিরেই এ দেশে ইসলাম বিজয়ী হবে, ইনশাআল্লাহ।”
সভা জুড়ে ছিল ইসলামী চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।