মোঃ জলিল মৃধা | ১১ জুলাই ২০২৫
বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় উপজেলায় শীর্ষস্থান অর্জন করে আবারও শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে। ২০২৩ সালে বরিশাল জেলায় শ্রেষ্ঠ ফলাফল করা এ বিদ্যালয় এবারও ব্যতিক্রম নয়।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে মোট ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে জেনারেল শাখায় ১৫ জন এবং ভোকেশনাল শাখায় ৫ জন শিক্ষার্থী এ কৃতিত্ব অর্জন করে।
যেখানে বরিশাল বোর্ডে গড় পাসের হার ৫৬.৩৮%, সেখানে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গড় পাসের হার ৯০.৭২%, যা সত্যিই প্রশংসনীয়।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নাম:
তাদের এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকছুদা আক্তার শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন,
“এই ফলাফল শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, শিক্ষক-শিক্ষিকাদের নিষ্ঠা ও অভিভাবকদের সজাগ দৃষ্টির ফল। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন তালুকদার বলেন,
“এই অভাবনীয় অর্জনে আমি সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।”
এদিকে এ সাফল্যে বানারীপাড়া-উজিরপুর সংসদীয় আসনের বিএনপি’র একমাত্র অভিভাবক, বিশিষ্ট শিক্ষাবিদ এস সরফুদ্দিন আহমেদ সান্টু এক বিবৃতিতে বলেন,
“বিদ্যালয়ের অসাধারণ ফলাফল গোটা উপজেলার জন্য গর্বের। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাই।”
এই সাফল্যের ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে সেই প্রত্যাশায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই আশাবাদী।