– আজীজুল রহমান
মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক সংবাদ ৭১
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মানষা বাহিরদিয়া ইউনিয়নের গাবখালী পোস্ট লাল চন্দ্রপুর গ্রামে চলমান রাস্তার বেহাল দশা দূর করতে এগিয়ে এসেছে ফকিরহাট উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশন। জনগণের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে সংগঠনটির উদ্যোগে রাস্তা পূর্ণ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। তিনি বলেন—
“এলাকার মানুষের কষ্ট দেখেই আমরা এই উদ্যোগ নিয়েছি। রাস্তা না থাকলে মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। আমরা চাই, কেউ যেন আর কষ্ট না পায়। ফকিরহাটের যেকোনো গ্রামের রাস্তার সমস্যার কথা আমাদের জানালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে নিজ উদ্যোগেই সমাধান করব।”
তিনি আরও বলেন, “সরকারি বা বেসরকারি সহায়তা না পেলেও আমরা মানুষের জন্য কাজ করে যেতে চাই। জনগণই আমাদের শক্তি।”
স্থানীয় বাসিন্দা আবু তালেব শেখ বলেন—
“এ রাস্তা দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হতো। বর্ষায় কর্দমাক্ত, আর শুকনো মৌসুমে ধুলায় ভরে যেত। এই কাজ শুরু হওয়ায় আমরা অনেক খুশি।”
একই গ্রামের গৃহবধূ রুহি বেগম জানান—
“স্কুল, বাজার, হাসপাতাল—সবকিছুতেই এই রাস্তা ব্যবহার করতে হয়। এতদিন দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন সেই কষ্টের অবসান হতে চলেছে।”
এই মহৎ উদ্যোগ ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও যুবসমাজও এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
জনগণের সক্রিয় অংশগ্রহণ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যমী প্রচেষ্টায় ফকিরহাট উপজেলাকে আধুনিক ও উন্নত যোগাযোগব্যবস্থার রোল মডেল হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছে এলাকাবাসী।