আন্তর্জাতিক ডেস্ক || মো. রায়হান
ইরানের পক্ষ থেকে নতুন করে কোনো হুমকি এলে তেহরানে আবারও হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।
বৃহস্পতিবার (১০ জুলাই) ইসরাইলি বিমানবাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “ইসরাইলকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান, তাবরিজ, ইসফাহানসহ যেকোনো স্থানে আমাদের অস্ত্র পৌঁছে যাবে। কোনো স্থানই আমাদের হাত থেকে নিরাপদ নয়।” খবর রয়টার্স
তিনি আরও বলেন, “যদি আমাদের ফিরে আসতে হয়, তবে আমরা আগের চেয়েও বেশি শক্তি নিয়ে ফিরে আসব।”
এর আগে গত জুনে ইসরাইল ও ইরানের মধ্যে ১২ দিনের এক সংঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২৩ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
উল্লেখ্য, ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে—এমন অভিযোগে দেশটির পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরাইল। যদিও তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তবে এই অস্বীকৃতির পরও হামলা থেমে থাকেনি। এমনকি যুক্তরাষ্ট্রও পরবর্তীতে তেহরানে হামলা চালায়।