এম আলী আকবর, ব্যুরো চিফ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের উচ্চপর্যায়ের একটি ৮ সদস্যের প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।
প্রতিনিধি দলটিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিনিধি দলকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এবং মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।
প্রসঙ্গত, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি আগামী ১৫ জুলাই পর্যন্ত চীন সফর করবেন।