মোঃ রুয়েল ইসলাম রুবেল, মাল্টিমিডিয়া রিপোর্টার
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়ভিটা এ ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবারের দাখিল পরীক্ষায় আশাতীত সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসাটির ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৫ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে গৌরব অর্জন করেছে।
ফলাফল প্রকাশের পরপরই মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের হাসি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনেকেই আনন্দে আপ্লুত হয়ে পড়েন।
মাদ্রাসার অধ্যক্ষ অহিদুল ইসলাম বলেন, “আমরা গর্বিত যে আমাদের প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে। শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমই এই সাফল্যের মূল চাবিকাঠি। আগামীতে এর চেয়েও ভালো ফলাফলের চেষ্টা অব্যাহত থাকবে।”
জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি আমার ফলাফলে খুবই খুশি। আমাদের শিক্ষকরা সবসময় পাশে থেকেছেন। ভবিষ্যতে আরও ভালো কিছু করতে চাই।”
অভিভাবক ও স্থানীয়রা মনে করছেন, বড়ভিটা এ ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার এই সাফল্য কিশোরগঞ্জ উপজেলার শিক্ষার মানোন্নয়নে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
সংবাদ প্রেরক:
মোঃ রুয়েল ইসলাম রুবেল
মাল্টিমিডিয়া রিপোর্টার