আমিরুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে ‘জুলাই শহীদদের’ স্মৃতি অম্লান রাখতে স্মৃতি স্মারক স্থাপনের লক্ষ্যে স্থান নির্ধারণের জন্য এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো: মোস্তাক আহমেদ।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতাপনগর এলাকায় সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুর, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়কসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শন শেষে প্রতাপনগর ইউনাইটেড একাডেমী (মাধ্যমিক বিদ্যালয়)-এর পূর্ব পাশে শহীদদের স্মৃতি স্মারক স্থাপনের জন্য চূড়ান্ত স্থান নির্ধারণ করা হয়।
পরে অতিথিবৃন্দ প্রতাপনগর ইউনিয়ন পরিষদে যান এবং স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া প্রতাপনগর আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা ও এপিএস কলেজও পরিদর্শন করেন জেলা প্রশাসক।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল আফসার মোর্তজা, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।