স্টাফ রিপোর্টার: মো. রায়হান
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের মনুয়া গ্রামের কালাই মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মান্নান চৌধুরীর উদ্যোগে আদালতের রায় অমান্য করে ঘরবাড়ি ও জমি দখলের পায়তারার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ শহরের পৌর মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান শিক্ষক মো. মান্নান চৌধুরী। তিনি জানান, ৪নং শাল্লা ইউপির মনুয়া গ্রামে তার প্রায় ৬৯ পয়েন্ট ভিটা ভূমি একই গ্রামের মৃত কালাই মিয়া চৌধুরীর পুত্র আব্দুর রউফ, মৃত মশর উদ্দিনের পুত্র রেজাউল ও রুবেল গং মিলে দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমি সহকারী জজ আদালত, সুনামগঞ্জে একটি মামলা দায়ের করি। দীর্ঘ তদন্ত শেষে আদালত উক্ত ভূমি আমার বলে রায় প্রদান করেন এবং আমার ভোগদখলে থাকবে বলে আদেশ দেন। কিন্তু আদালতের রায় অমান্য করে এখনও আব্দুর রউফ গংরা জবরদখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। এমনকি জোরপূর্বক আমার বাড়িতে হামলা চালিয়ে বসতভিটা ভাঙচুর করেছে, যার ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে।’
প্রধান শিক্ষক মান্নান চৌধুরী অভিযোগ করে বলেন, ‘তাদের ভয়ে আমি একজন স্কুলের প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও নিয়মিত কর্মস্থলে উপস্থিত হতে পারি না। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ রাস্তাঘাটে এমনকি আমার বাড়িতেও গিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।’
তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের সকল সদস্যের নিরাপত্তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে কংকন চৌধুরী, নওশাদ চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।