হারুন অর রশিদ | আবহাওয়া ডেস্ক, ৯ জুলাই ২০২৫
দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এসব এলাকার জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলরত নৌযান ও যাত্রীদেরকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ‘ভারী বৃষ্টি’ হিসেবে বিবেচিত। আজও রাজধানীসহ আশপাশের অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সেইসঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, যার ফলে এই ঝড়-বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে।
সতর্কবার্তা: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদীপথে চলাচলকারীদের সাবধানতা অবলম্বন করতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানানো হচ্ছে।