আবহাওয়া ডেক্স : প্রভাষক জাহিদ হাসান
দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ চারটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার বিষয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৯ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (>৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।
সতর্কবার্তায় আরও জানানো হয়, অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকাগুলোর স্থানীয় প্রশাসন ও জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।