ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ
মোহাম্মদ হোসাইন, দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেক্স
বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তিনি একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। চিঠিতে তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।
চিঠিতে ট্রাম্প লেখেন, “প্রিয় ড. ইউনূস, আপনাদের কাছে এই চিঠি পাঠানো আমার জন্য একটি বড় সম্মানের বিষয়। আমাদের বাণিজ্য সম্পর্কের শক্তি ও প্রতিশ্রুতি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী বাণিজ্য ঘাটতি মোকাবিলায় শুল্ক আরোপ করা হচ্ছে।”
তিনি বলেন, বাংলাদেশের নীতি, শুল্ক ও বাণিজ্য বাধা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই ২০২৫ সালের ১ আগস্ট থেকে বাংলাদেশ থেকে আগত সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
চিঠিতে ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন, “যদি বাংলাদেশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, তাহলে সেই হারের সঙ্গে অতিরিক্ত শুল্ক যুক্ত করে আরও বাড়ানো হবে।” তিনি আরও বলেন, বাংলাদেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রেই উৎপাদনে আগ্রহী হয়, তাহলে কোনো শুল্ক আরোপ হবে না।
ট্রাম্প জানান, তারা বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি ও ন্যায্য বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে চায় এবং ভবিষ্যতেও বাণিজ্য অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প সরকার বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়। তবে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে তা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল। এই স্থগিতাদেশ ৯ জুলাই শেষ হচ্ছে। তার আগেই ট্রাম্প নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন।
এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ সরকার কীভাবে এর কূটনৈতিক ও বাণিজ্যিক জবাব দেয়।