সার্চ মানবাধিকার সোসাইটি ঈশ্বরগঞ্জ শাখার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার্চ মানবাধিকার সোসাইটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) উপজেলার রায় বাজার সদরঘাট এলাকার স্বপ্ন নীড় নামক ভবনে এক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্চ মানবাধিকার সোসাইটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মতিউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. রঞ্জু ভূঞা।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোজাম্মেল হক, উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসনা হেনা, সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঞা, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান (বাবু) সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়। বক্তারা বিগত দিনের কার্যক্রমের ওপর আলোকপাত করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। দেশ ও জাতির কল্যাণ, মানবাধিকার সংরক্ষণ এবং সমাজে ন্যায়ের প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা সার্চ মানবাধিকার সোসাইটির সভাপতি মো. রঞ্জু ভূঞা বলেন, “এই ১৬ বছরে আমাদের অনেক অর্জন ও অভিজ্ঞতা হয়েছে। তবে পথচলা এখনও অনেক বাকি। সকলের সহযোগিতা পেলে আমরা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো।”
সভাপতি মো. মতিউর রহমান বলেন, “আমরা মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করছি। সার্চ মানবাধিকার সোসাইটি একটি অরাজনৈতিক সংগঠন যার মূল উদ্দেশ্য হলো—ন্যায়ের পক্ষে দাঁড়ানো, মজলুমের পাশে থাকা এবং মানবিক সহায়তা প্রদান।”
সবশেষে প্রায় ১০ পাউন্ড ওজনের একটি কেক কেটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।