কক্সবাজার জেলা কারাগারে বন্দীদের মাঝে ফল বিতরণ করে মধুমাস উদযাপন
মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি | দৈনিক সংবাদ ৭১
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫
কক্সবাজার জেলা কারাগারে বন্দীদের জন্য আয়োজন করা হয়েছে মধুমাস উদযাপন অনুষ্ঠান। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ২টার দিকে জেলা কারাগারের অভ্যন্তরে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোট ২,৪৮৪ জন বন্দীর মাঝে এক হাজার কেজি আম এবং একশ পিস কাঁঠাল বিতরণ করা হয়। পাশাপাশি কারাগারে কর্মরত ১৫০ জন কর্মকর্তা-কর্মচারীকেও আম, কাঁঠালসহ বিভিন্ন মৌসুমি ফল সরবরাহ করা হয়।
কক্সবাজার জেলা কারাগারের জেলার মো. আবু মুছা বলেন, “এই কারাগারের ধারণ ক্ষমতা ৮৩০ জন হলেও বর্তমানে বন্দী রয়েছে প্রায় তিনগুণ। তবুও আমরা চেষ্টা করি তাদের প্রতি মানবিক আচরণ বজায় রাখতে। মধুমাস উপলক্ষ্যে বন্দীদের জন্য মৌসুমি ফলের ব্যবস্থা করেছি, যাতে তারা একটু ভিন্ন স্বাদ উপভোগ করতে পারেন।”
এ সময় কারাগারের জেল সুপার জাবেদ মেহেদি, জেলার মো. আবু মুছা, ডেপুটি জেলার নোবেল দেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই ব্যতিক্রমী আয়োজন বন্দীদের মধ্যে আনন্দ এবং প্রশান্তির পরিবেশ তৈরি করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।