২৪ ঘণ্টায় করোনায় আরো ৮ জন আক্রান্ত
আপেল মাহমুদ, ব্যুরো প্রধান, দৈনিক সংবাদ ৭১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আরও ৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৬২ জনে। তবে একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৮টি নমুনা পরীক্ষা করে আটজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৭৬ জনের, যার মধ্যে ৬১৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ১৫ জনের। চলতি বছরে করোনায় মৃত্যুর সংখ্যা ২৩ জন। আর ২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ৫২২ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ এবং সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।