রুয়েল ইসলাম রুবেল, মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক সংবাদ ৭১
সুপরিকল্পিত ও ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর রংপুরে বিভাগীয় জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সব খুনির বিচার’, ‘প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন’সহ চার দফা দাবিতে এই জনসভার আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে রিকশা, অটোরিকশা, ট্রাক, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলযোগে নেতাকর্মীদের ঢল নামে সভাস্থলে।
বিভাগজুড়ে ব্যাপক প্রচারণার মাধ্যমে জনসভাকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তোরণ নির্মাণ, বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন ও ব্যানার দিয়ে সাজানো হয়। নারীদের জন্য ছিল আলাদা পর্দাসম্মত শ্রোতা স্থান ও প্রবেশপথ।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন—
জনসভার সার্বিক ব্যবস্থাপনায় ১৩টি উপ-কমিটি গঠন করে দিনরাত কাজ করেছে আয়োজকরা। এছাড়া, মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক বাহিনী মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছে।
জনসভাটি সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন আয়োজকরা।