সাইকেলে বাচ্চাদের খেলনা বিক্রি করে ইমাম হাসান
রাজশাহী জেলা প্রতিনিধি, দৈনিক সংবাদ ৭১
নওগাঁ থেকে একদিন রাজশাহীতে এসেছিলেন ইমাম হাসান। চিন্তায় ছিলেন—কি করবেন? হাতে ছিল সামান্য কিছু টাকা। ভাবতে ভাবতে ঠিক করলেন, সাইকেলে বাচ্চাদের খেলনা বিক্রি করবেন।
একটা পুরনো সাইকেল আর কিছু বাচ্চাদের খেলনা কিনে বেরিয়ে পড়লেন রাজশাহীর বিভিন্ন পাড়া-মহল্লায়। শিশুদের আকর্ষণীয় খেলনা সাজিয়ে সাইকেলেই গড়ে তুললেন চলন্ত দোকান। ধীরে ধীরে বিক্রি বাড়তে লাগল, ভাগ্যের চাকা ঘুরতে শুরু করল।
প্রতিদিন সকালে সাইকেল সাজিয়ে বেরিয়ে পড়েন ইমাম হাসান। তার ভাষায়, “সাইকেলটাই আমার দোকান। একেক দিন একেক এলাকায় যাই। হরেক রকম খেলনা থাকে, দামও রাখি কম। ক্রেতারাও খুশি হয়।”
এইভাবেই গড়ে উঠেছে তার জীবিকা। সৎভাবে উপার্জনের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আজ তিনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। ভবিষ্যতে বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেন তিনি।
এটা শুধু একটি ছোট্ট উদ্যোগের গল্প নয়—এখান থেকে আমাদের শেখার আছে আত্মনির্ভরতা, উদ্যোগ, এবং সততার মূল্য।