হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার | দৈনিক সংবাদ ৭১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “জনগণের স্বার্থবিরোধী কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। নির্বাচন নিয়ে ছাড় দিলেও জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা আপসহীন।”
বুধবার (২ জুলাই) বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কার এনেছে। কিন্তু এ ধরনের সংস্কারের প্রস্তাব আমরা অনেক আগেই দিয়েছি। কিছু বিষয়ে দ্বিমত থাকলেও আমরা ছাড় দিয়েছি, যাতে সব দল নির্বাচনে অংশ নেয়। কিন্তু এর মানে এই নয় যে, সব বিষয়ে ছাড় দেওয়া হবে।”
তারেক রহমান আরও বলেন, “দেশের অধিকাংশ ভোটার বিএনপির পক্ষে রয়েছে। একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করছি। আমাদের আদর্শ ও লক্ষ্যের কথা জনগণের সামনে তুলে ধরব। স্বৈরাচারী সরকারকে হটাতে শুধু বিএনপি নয়, আরও অনেক ছোট রাজনৈতিক দলের অবদানও রয়েছে। তাই তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে।”
তিনি বলেন, “গত ১৫ বছরে আমাদের প্রায় ৭০০ নেতা-কর্মী নিহত হয়েছেন। হাজার হাজার নেতা-কর্মী আহত ও পঙ্গু হয়েছেন। এই ত্যাগ কখনো বৃথা যাবে না।”
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “একজন জাতীয়তাবাদী কর্মী হিসেবে আপনাদের দেশের প্রতি দায়িত্ব অনেক। জনগণের সঙ্গে থাকুন, তাদের প্রত্যাশা পূরণে কাজ করুন। এমন কিছু করবেন না, যাতে মানুষ আমাদের ওপর আস্থা হারায়।”
তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে, তাই তারা পালিয়ে গেছে। আমাদের সে ভুল না করতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া। উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরীসহ দলটির আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা।