হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার, দৈনিক সংবাদ ৭১
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনসংলগ্ন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনার মোংলা থেকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে খুলনা-যশোর-ঢাকা রেলরুটে সব ধরনের ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষের উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম শিগগিরই শুরু হবে।
এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। অনেক যাত্রীকে বিকল্প যানবাহনের সাহায্যে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ বলেন, “লাইনচ্যুতির খবর পেয়েই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে রেলওয়ের উদ্ধারকারী দল কাজ শুরু করবে।”
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যত দ্রুত সম্ভব লাইনচ্যুত বগি অপসারণ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।