লিমন আহমেদ, ব্যুরো প্রধান, দৈনিক সংবাদ ৭১
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের অভিযোগে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৬৪৩ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (৩ জুলাই) চট্টগ্রাম, কক্সবাজারসহ তিন পার্বত্য জেলার বিভিন্ন কেন্দ্র থেকে এসব বহিষ্কারের ঘটনা ঘটে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান গণমাধ্যমকে জানান, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের অধীনে মোট ৯৯ হাজার ৫৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬৪৩ জন অনুপস্থিত ছিল। পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি চালানো হয় এবং নকলের দায়ে ১০ পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।
তিনি আরও জানান, “বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখার জন্য কঠোর অবস্থানে রয়েছে। যারা পরীক্ষার নিয়ম লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।”
এদিকে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার পরিবেশ ছিল শান্তিপূর্ণ। তবে অনুপস্থিতির সংখ্যা কিছুটা উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন, অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা ও তাদের কারণ খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে।
লিমন আহমেদ
ব্যুরো প্রধান, দৈনিক সংবাদ ৭১