রুয়েল ইসলাম রুবেল, মাল্টিমিডিয়া রিপোর্টার
বিগত সরকারের জুলুম-নির্যাতনের চিত্র জনগণের সামনে তুলে ধরা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকারে আজ শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভা। ১৭ বছর পর রংপুরে এই জনসভার আয়োজন করছে দলটি। সভায় দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভার মূল উদ্দেশ্য হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর রংপুরের ৩৩টি আসনে দলীয় প্রার্থীদের বিজয়ে প্রস্তুতি এবং জনগণের কাছে জামায়াতের রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা উপস্থাপন।
বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই জনসভাকে কেন্দ্র করে রংপুর জিলা স্কুল মাঠে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। মাঠে প্রবেশের জন্য দুটি নতুন প্রবেশপথ তৈরি করা হয়েছে। নারীদের জন্য পর্দার সঙ্গে বক্তব্য শোনার আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে।
জনসভাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রংপুর শহরে জোর প্রচার চালানো হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মাণ করা হয়েছে তোরণ ও বিলবোর্ড, লাগানো হয়েছে পোস্টার, ব্যানার ও ফেস্টুন। বিভাগজুড়ে মাইকিং ও গণসংযোগ চালিয়েছে জামায়াত। বিশাল মোটরসাইকেল র্যালির মাধ্যমে সভার আমেজ ছড়িয়ে দেওয়া হয়েছে।
সভা সফল করতে গঠিত হয়েছে ১৩টি উপ-কমিটি। নিরাপত্তা ও সেবার জন্য প্রস্তুত করা হয়েছে নিজস্ব স্বেচ্ছাসেবক দল ও মেডিকেল টিম।
দলীয়ভাবে জানানো হয়েছে, সভার প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা থাকবেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন—
রংপুর বিভাগীয় জনসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কেএম আনোয়ারুল হক কাজল বলেন, “বিভাগীয় জনসভা সফল করতে আমরা সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। সারা বিভাগজুড়ে ব্যাপক সাড়া পড়েছে, প্রত্যাশার চেয়েও বেশি লোক সমাগম হবে বলে আমরা আশাবাদী।”
রংপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সাধারণ মানুষের কথা বলার অধিকার ছিল না। ১৬ বছর পর সেই শাসনের পতনে মানুষ আজ আশার আলো দেখছে। এই জনসভা তারই প্রতিফলন।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে প্রস্তুত। রংপুরের এই জনসভায় ব্যাপক জনসমাগম হবে, যা জামায়াতের জনপ্রিয়তার প্রমাণ দেবে।”
তিনি জনসভার সফল আয়োজনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।