1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মির্জাগঞ্জে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ, সার ও নারিকেল চারা বিতরণ | দৈনিক সংবাদ ৭১
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

মির্জাগঞ্জে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ, সার ও নারিকেল চারা বিতরণ

মোঃ সাকির হাওলাদার, জেলা প্রতিনিধি, পটুয়াখালী।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 


 

মির্জাগঞ্জে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ, সার ও নারিকেল চারা বিতরণ

মোঃ সাকির হাওলাদার, জেলা প্রতিনিধি, পটুয়াখালী।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির খরিফ-২ মৌসুমের আওতায় এ কার্যক্রমের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল মামুন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এইচএম মোঃ হুমায়ুন কবির। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১ হাজার ৩৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ড্যাপ সার ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি নারিকেল গাছের চারা বিতরণ করা হয় ১ হাজার ৫০০টি। এছাড়াও লেবু গাছের চারা পেয়েছেন ৮৫ জন, মরিচ বীজ ১০০ জন, আম গাছ ৭০ জন, তাল গাছ ১৭৫টি, গ্রীষ্মকালীন সবজি বীজ ৭০ জন কৃষককে প্রদান করা হয়।

এছাড়া উপজেলার ১ হাজার শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ মাঠে আয়োজিত এক ফল মেলার উদ্বোধন করেন ইউএনও মোঃ তরিকুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।