আজিজুল রহমান
মাল্টিমিডিয়া রিপোর্টার, বাগেরহাট | দৈনিক সংবাদ ৭১
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার হলে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তবে এদের মধ্যে একজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সুস্থতা অনুভব করে পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা।
ভুক্তভোগী শিক্ষার্থী কেয়া মনি, ফকিরহাট উপজেলার কামটা মৌভোগ এলাকার বাসিন্দা। সে ফকিরহাট মহিলা কলেজের ছাত্রী এবং তার পরীক্ষা কেন্দ্র ছিল কাজী আজাহার আলী কলেজে। অসুস্থ হওয়ার পরপরই কলেজ কর্তৃপক্ষ, উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া আইরিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার আন্তরিক সহযোগিতায় কেয়া মনি পুনরায় পরীক্ষার হলে ফিরে যেতে সক্ষম হয়। পরে সে পরীক্ষার সব প্রশ্নের উত্তর দিতে পারে।
কেয়া মনি বলেন, “আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে কলেজের শিক্ষকবৃন্দ, উপজেলা প্রশাসন এবং সাংবাদিক ভাইয়েদের প্রতি। তাদের ত্বরিত সহানুভূতি ও সহযোগিতার কারণে আমি আজকের পরীক্ষা দিতে পেরেছি।”
পরীক্ষার্থীর পরিবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা এবং পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ফকিরহাট উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে কাজ করে যাচ্ছে।