স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের ডাম্পিং স্টেশনে যাওয়ার নবমির্তি সড়কের দুই ধারে হরেক রকমের গাছের চারা রোপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই বৃক্ষরোপন কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।
এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী এসএম রুহুল আমিন ও কাজী তামিম হাসান, কার্য্যসহকারী মনিরুল ইসলাম লিটন, করনির্ধারক শাহিনুর রহমান শাহিনসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক তাসমিন জাহান বলেন, পৌর এলাকার সব ধরনের ময়লা থেকে জৈবসার তৈরীর জন্য এখানে ডাম্পিং স্টেশন নির্মান হয়েছে। কিন্তু এই স্টেশনে আসা যাওয়ার সড়কটি ছিলো সলিং। সেই সলিং সড়ক উঠিয়ে সড়কটি আরও প্রসস্থ করে পিচ রাস্তা করা হয়েছে। নতুন রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের গাছের চারা রোপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যাতে এলাকার পরিবেশ ভালো থাকে।