রাজশাহী জেলা প্রতিনিধি, দৈনিক সংবাদ ৭১
ইঞ্জিনিয়ারিং পেশার মর্যাদা ও মান রক্ষায় তিন দফা দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে এক ঘণ্টারও বেশি সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে মহাসড়ক অবরোধ করেন। তাদের দাবি— প্রকৃত ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিত করতে এবং পেশাগত মর্যাদা বজায় রাখতে সরকারের উচিত দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবি হলো:
১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড/সমমান পদে প্রবেশের জন্য পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হিসেবে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
২. কোনো কোটা বা সমমান পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না। টেকনিক্যাল ১০ম গ্রেড/সমমান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে, যাতে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীরা সমানভাবে পরীক্ষায় অংশ নিতে পারেন।
৩. বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না— এ বিষয়ে আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।
শিক্ষার্থীরা জানান, এসব দাবি বাস্তবায়ন না হলে প্রকৃত ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নের শিকার হতে হবে এবং এতে পেশার মান ক্ষুণ্ন হবে। তারা দ্রুত দাবি পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন।