দেশের স্বার্থে সবচেয়ে বেশি ‘ত্যাগ’ করেছে বিএনপি: তারেক রহমান
স্টাফ রিপোর্টার, মো: রায়হান | দৈনিক সংবাদ ৭১
বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে সবসময়ই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “দল বড় হলে দায়িত্ব বেশি, সমস্যা বেশি, আর স্যাক্রিফাইসটাও বেশি হয়। গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, বিএনপি-ই প্রথম রাজপথে নেমেছে।”
বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “বিএনপির সব শক্তির উৎস হলো জনগণ। আমাদের আদর্শ ও নীতিতে জনগণের আস্থা তৈরি করতে হবে। তাই নেতাকর্মীদের বলছি, জনগণের সঙ্গে থাকুন এবং তাদের পাশেই থাকুন।”
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে হলে বিএনপিকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। ভিন্নমতকে সম্মান জানিয়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সমস্যা সমাধানের পথ খুঁজে নিতে হবে।”
রাজনৈতিক সংস্কার ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবের প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি আগেই রাজনৈতিক সংস্কারের রূপরেখা দিয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনায়ও অনেক ছাড় দিয়েছে, যা গণতন্ত্রের স্বার্থেই করা হয়েছে।”
দলীয় শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “একজনের অপকর্মের দায় পুরো দল যেন না নেয়। দলের ভাবমূর্তি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা রাষ্ট্রে যেমন গণতন্ত্র চাই, তেমনি দলেও গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে চাই। ভিন্নমতকে গুরুত্ব দিয়ে শুনি ও সমাধানের পথ খুঁজি।”
শেষে দেশের জনগণের ভোটাধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি, তিনি খুব শিগগিরই দেশে ফেরার আশাবাদও ব্যক্ত করেন।