সিলেট ব্যুরো| দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেস্ক
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১০ নম্বর আমিশাপাড়া ইউনিয়নে ফের সন্ত্রাসী নৈরাজ্য দানা বাঁধছে। একাধিক হত্যা মামলার আসামি এবং এলাকায় ‘লম্বা মানিক’ নামে পরিচিত মানিক তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে। দীর্ঘদিন প্রবাসে আত্মগোপনে থাকার পর সম্প্রতি দেশে ফিরে চাঁদাবাজি, দখল, মাদক ব্যবসা ও সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আফুলশী গ্রামের এই চিহ্নিত সন্ত্রাসী প্রকাশ্যেই বিভিন্ন ব্যক্তির বাড়িতে হামলা চালাচ্ছে। সম্প্রতি সে আমেরিকান প্রবাসী ইকবাল হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। সিসিটিভি ক্যামেরা, দরজা-জানালাসহ ঘরের বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। ঘটনায় ভুক্তভোগী পরিবার বর্তমানে আতঙ্কে আত্মগোপনে রয়েছেন।
এর আগেও মানিক ও তার অনুসারীরা আমিশাপাড়া বাজারের ব্যবসায়ী আলীর মাছের আরতে চাঁদা দাবিতে দোকান বন্ধ করে দেয়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার পর সেনাবাহিনী ও সোনাইমুড়ি থানার টহল পুলিশ অভিযান চালায় এবং সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা করে।
তবে সব ঘটনার পেছনে রাজনৈতিক পরিচয় ব্যবহারের অভিযোগ উঠেছে মানিকের বিরুদ্ধে। নিজেকে বিএনপির ‘ত্যাগী নেতা’ দাবি করলেও স্থানীয় নেতাকর্মীরা জানান, দলের দুঃসময়ে মানিক ছিল অনুপস্থিত এবং তার কর্মকাণ্ডে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, “মানিকের মতো কিছু বখাটে ও চিহ্নিত অপরাধীরা দলের নামে চাঁদাবাজি, হামলা-মামলা করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিএনপি এসব সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করে না।”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছে এলাকাবাসী।