লিমন আহমেদ, ব্যুরো প্রধান, সিলেট
সিলেটে করোনা পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। জেলার বিভিন্ন স্থান থেকে একদিনে নতুন করে ৪ জনের শরীরে কোভিড-১৯ (করোনাভাইরাস) শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৬ জনের নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
সোমবার সকাল ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা সম্পন্ন হয় বলে জানিয়েছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়।
কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৪ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আবার কেউ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে সিলেটে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান। তবে তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।