বিশ্বজুড়ে চমক সৃষ্টি করলো সৌদি ক্লাব
প্রভাষক জাহিদ হাসান | স্পোর্টস ডেস্ক | দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেস্ক
ক্লাব বিশ্বকাপের নক আউট পর্বে সবচেয়ে বড় চমকটা দেখিয়ে দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে ইউরোপের জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।
মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো সিটির ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৯ মিনিটেই প্রথম লিড নেয় ম্যানসিটি। সেই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে পেপ গার্দিওলার দল।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরে আসে আল হিলাল। লিওনার্দোর গোলের মাধ্যমে সমতা ফেরানোর পর মাত্র তিন মিনিটের ব্যবধানে ম্যালকম গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের এই গোলে উল্লাসে মাতে সৌদি সমর্থকরা।
তবে ৫৫ মিনিটে গোল করে ম্যাচে আবারও সমতা ফেরান ম্যানসিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ফলে ৯০ মিনিট শেষে স্কোরলাইন দাঁড়ায় ২-২। অতিরিক্ত সময়েও থেমে থাকেনি উত্তেজনা।
১০১ মিনিটে হেড থেকে সাবেক চেলসি ডিফেন্ডার কালিদু কুলিবালি গোল করে আল হিলালকে আবার এগিয়ে নেন (৩-২)। কিন্তু ১০৪ মিনিটে ফিল ফোডেন গোল করে আবার সমতা আনেন (৩-৩)। তবে ১১২ মিনিটে আল হিলালের মার্কোস লিওনার্দো চূড়ান্ত আঘাত হানেন। তার গোলেই ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে সৌদি ক্লাবটি।
এই জয়ে সারা ফুটবলবিশ্বে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আল হিলালের কোচ সিমোন ইনজাঘি, যিনি একসময় ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন। ম্যানসিটির বিপক্ষে কৌশলগত বিচক্ষণতা এবং খেলোয়াড়দের অনুপ্রেরণায় তার ভূমিকাই বড় পার্থক্য গড়ে দিয়েছে বলে মত বিশ্লেষকদের।
ম্যানসিটির বিদায়ের মধ্য দিয়ে ক্লাব বিশ্বকাপে শুরু হলো নতুন চ্যাম্পিয়ন খোঁজার রোমাঞ্চকর পথচলা।