দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেস্ক | প্রভাষক জাহিদ হাসান
দেশে নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮২ জনে। তবে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৫৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনার পরীক্ষায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ১৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, দেশে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনা শনাক্তের মোট হার ১৩ দশমিক ০৪ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতা অবলম্বন না করলে সংক্রমণ আবারও বাড়তে পারে। তাই সবাইকে মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন তারা।