স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিন জাহান। মঙ্গলবার দুপুরে তিনি পৌর সদরের পুরাতন কোটচাঁদপুর বাসস্টান্ডে যাত্রীবাহি লোকাল বাস ও ট্রাকে আদালত পরিচালনা করে উচ্চস্বরে হর্ণ বাজানোর অপরাধে চালককে আর্থিক দন্ডে দন্ডিত করেন। এসময় যশোর জ- ১১-০১৮৫ নম্বরধারী বাস চালক জিয়াউর রহমানকে হাউড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে তাকে ১৫০০ টাকা জরিমানা করেন, খুলনা মেট্রো জ-১৪-০০১৭ নম্বর বাসের চালক রফিক হোসেনকে ১ হাজার, ঢাকা -মেট্রো-ট০৬০২ নম্বর ট্রাক চালক রাশেদ হোসেনকে এক হাজার এবং ঢাকা মোট্রো ট-১৪-৭০৫৮ নম্বর ট্রাক চালক শান্তি উকিলকে ১০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর ইন্সপেক্টর জিহাদ হোসেনসহ থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিন জাহান বলেন, হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ১৫ (২) ধারায় বাস ও ট্রাকের চালককে অর্থিক দন্ডে দন্ডিত করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।