স্টাফ রিপোর্ট
চৌগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ভাস্কার্য ভেঙ্গে সেখানে টাওয়ার লাইট স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান নির্মান কাজের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা প্রকৌশলী রিয়সাত ইমতিয়াজ, পৌরসভার সহকারী প্রকৌশলী এসএম রুহুল আমিন, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার আহবায়ক রাশিদুল ইসলাম রিতম, পৌর কর্মচারী শাহীনুর রহমান শহিন, কাজী তামিম হাসান, মাসুদ আহমেদ, শাহাবুদ্দিনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টাওয়ার লাইট স্থাপনের খবরে মহাখুশি পৌরবাসি সহ উপজেলার মানুষ। নির্মান কাজ উদ্বোধন কালে সেখানে নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাধারন মানুষ এই মহৎ কাজকে স্বাগত জানিয়ে স্থানটির একটি নতুন নামকরনেরও দাবি করেন উপজেলা প্রশাসনে কাছে। যেহেতু এখানে কোটচাঁদপুর বাসস্টান্ড ছিলো তখন মানুষ কোটচাঁদপুর বাসষ্টান্ড বলেই স্থানটি চিনতেন। এরপর ভাস্কার্য হলে স্থানটি ভাস্কার্য মোড় হিসেবে পরিচিতি পাই। যেহেতু ভাস্কার্য ভেঙ্গে ফেলে সেখানে টাওয়ার লাইট স্থাপন করা হচ্ছে তাই স্থানটির নতুন একটি নামকরণ জরুরী।
পৌরবাসি কামরুল ইসলাম, মাহফুজুর রহমান বলেন, টাওয়ার লাইট স্থাপন হলে চৌগাছাকে মানুষ অন্য ভাবে দেখবে। সেকারনে স্থানটির নামকরণ জরুরী। ইতোমধ্যে লক্ষ করা গেছে সোস্যাল মিডিয়াতে নানা ভাবে এখানকার নামকরণ করার চেষ্টা করা হচ্ছে। তাতে ওই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ত সম্মান বাড়বে। কিন্তু আমরা চাই করো ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ স্থানটির একটি নতুন নামে নামকরণ করেন।