1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কানাডার হাইকমিশনারের সঙ্গে জামায়াতের আমীরের বৈঠক | দৈনিক সংবাদ ৭১
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইলন মাস্ককে দেশছাড়া করার হুমকি ট্রাম্পের দেশে আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস ফকিরহাটে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমানের তৃতীয় দিনের পরীক্ষা চৌগাছায় ভাস্কার্য ভেঙ্গে নির্মান হচ্ছে টাওয়ার লাইট ব্যবসায়ীদের ঘর দখলে চলে যাওয়া হতাশ মানুষ চৌগাছায় ভ্রাম্যামান আদালতের বিভিন্ন বাহনে অভিযান জরিমানা আদায় ১০ নম্বর আমিশাপাড়ায় সন্ত্রাসী লম্বা মানিকের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে প্রকাশ্য হামলা ম্যানসিটিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে আল হিলাল সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো ডক্টর ইউনূসের কর্মকাণ্ডে সাধারণ মানুষ কিন্তু হ্যাপি না : রুমিন ফারহানা

কানাডার হাইকমিশনারের সঙ্গে জামায়াতের আমীরের বৈঠক

এম আলী আকবর, ব্যুরো প্রধান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

 


কানাডার হাইকমিশনারের সঙ্গে জামায়াতের আমীরের বৈঠক

এম আলী আকবর, ব্যুরো প্রধান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত শিং। সোমবার (২৩ জুন) দুপুর ২টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কানাডার পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়, নির্বাচন ব্যবস্থার সংস্কার, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক সহায়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে হাইকমিশনারের সঙ্গে ছিলেন—সিনিয়র পলিটিক্যাল অফিসার মিস সিওভান কের এবং পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাডভাইজার মি. নিসার আহমেদ।

জামায়াতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন—নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও নূরুল ইসলাম বুলবুল এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডা. তাহের জানান, হাইকমিশনার দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ বিষয়ে জানতে চান। তাকে জানানো হয়, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের বিষয়ে একাধিকবার ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে।

ডা. তাহের বলেন, একই ব্যক্তি যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, নতুন ভোটার তালিকায় প্রবাসীদের অন্তর্ভুক্তকরণ এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে ইতোমধ্যেই কয়েকটি রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। তবে কিছু মৌলিক বিষয়ে এখনো মতৈক্যে পৌঁছানো যায়নি।

তিনি আরও বলেন, আমরা সরকারকে পরামর্শ দিয়েছি যে, এসব গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য না হলে গণভোটের আয়োজন করা যেতে পারে। একইসঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং কেউ যেন ফ্যাসিস্ট আচরণ করতে না পারে, সে বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি।

নির্বাচনের আনুষঙ্গিক খরচ, সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে একটি বড় বাজেট প্রয়োজন বলে উল্লেখ করে জামায়াতের পক্ষ থেকে উন্নয়ন সহযোগী দেশগুলোর কাছে আর্থিক অনুদানের আহ্বান জানানো হয়।

হাইকমিশনার অজিত শিং এ বিষয়ে জাতিসংঘের মাধ্যমে সমন্বয়ের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।