ইলন মাস্ককে দেশছাড়া করার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক |হারুন অর রশিদ, দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেক্স :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলাখুলিভাবে জানিয়েছেন, দেশটির ট্যাক্স ও বাজেট বিল নিয়ে দ্বন্দ্বে জড়ানোয় তিনি বিলিয়নিয়ার ইলন মাস্ককে তার জন্মভূমি দক্ষিণ আফ্রিকায় ফেরত পাঠানোর বিষয়টি ‘বিবেচনা’ করছেন।
ট্রাম্প মঙ্গলবার (১ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় এক প্রতিবেদক মাস্ককে নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “আমরা বিষয়টি দেখছি। আমাদের ইলনের ওপর ডিওজিই প্রয়োগ করতে হবে। জানেন ডিওজিই কী? এটা সেই দানব, যেটি ফিরে যেতে হবে এবং ইলনকে খেয়ে ফেলবে। এটা ভয়ানক, তাই না?”
তিনি আরও বলেন, “ইলনের কোম্পানিগুলো—বিশেষ করে স্পেসএক্স ও টেসলা—মার্কিন সরকারের কাছ থেকে বিপুল পরিমাণ ভর্তুকি পেয়েছে। আর এখন সে সরকারকেই সমালোচনা করছে।”
প্রসঙ্গত, ট্রাম্প ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ‘ডিওজিই’ নামে একটি নতুন দপ্তর চালু করেন, যার কাজ হলো সরকারি ব্যয় হ্রাস। এ দপ্তরের প্রধান হিসেবে ইলন মাস্ককে দায়িত্ব দিলেও তিনি কিছুদিন পর পদত্যাগ করেন এবং প্রকাশ্যে ট্রাম্পের বাজেট ও করনীতি নিয়ে সমালোচনা শুরু করেন।
এর জেরে ট্রাম্প মঙ্গলবার এক পোস্টে হুমকি দেন, “ভর্তুকি ছাড়া ইলনকে সম্ভবত তার সব দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। স্পেসএক্সের কোনো রকেট আর উৎক্ষেপণ হবে না, বৈদ্যুতিক গাড়ি তৈরি হবে না—আমরা কোটি কোটি ডলার সাশ্রয় করব।”
জবাবে মাস্কও বলেন, সরকার চাইলে সব ভর্তুকি বন্ধ করুক—তিনি তবুও কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি হুমকি দেন, মিডটার্ম নির্বাচনে যারা ট্রাম্পের বাজেট পরিকল্পনাকে সমর্থন দেবে, তাদের বিরুদ্ধে প্রচারণা চালাবেন।
মার্কিন রাজনীতিতে এই মুখোমুখি অবস্থান এখন চরমে, যা ইলন মাস্ক বনাম ট্রাম্প লড়াইকে নতুন মাত্রা দিয়েছে।
সূত্র: ইউএসএ টুডে