হারুন অর রশিদ, দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেক্স :
ইরানের ওপর আগামী এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে সামরিক হামলা হতে পারে বলে সতর্ক করেছেন তেহরানের রাষ্ট্রবিজ্ঞানী ইব্রাহিম মোত্তাকি।
রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই যুদ্ধবিরতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য প্রস্তুতির সময় মাত্র। প্রাপ্ত তথ্য ইঙ্গিত দেয়, তারা শিগগিরই ইরানে ধ্বংসাত্মক হামলা চালাতে পারে।”
তিনি আরও জানান, ইরানি কর্মকর্তারাও এবার হামলার সরাসরি লক্ষ্য হতে পারেন। তাই যুদ্ধবিরতিকে হালকাভাবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ২৪ জুন ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে তা যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা।