আপেল মাহমুদ, বগুড়া ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, সোমবার
বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মোত্তাসিন বিল্লা (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া মন্ডলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোত্তাসিন বিল্লা ওই গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোত্তাসিন তার কয়েকজন সমবয়সী বন্ধুর সঙ্গে গ্রামের মো. নজরুল ইসলামের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে অন্য শিশুরা বাড়ি ফিরে এলেও মোত্তাসিন ফেরেনি। এতে উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোত্তাসিনের বাবার দেওয়া সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।