মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি :
সরকারি দপ্তরগুলোতে শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ তৈরি করতে চান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ইচ্ছার কথা জানান।
পোস্টে আসিফ মাহমুদ বলেন, “আমরা সরকারের বিভিন্ন অফিসে পার্টটাইম চাকরিতে শিক্ষার্থীদের নিয়োগ দিতে চাই। কারণ অনেক দপ্তরে এমন কিছু পদ থাকে, যেগুলোর জন্য ফুলটাইম ও স্থায়ী নিয়োগ প্রয়োজন হয় না।”
তিনি আরও উল্লেখ করেন, “এই ধরনের পার্টটাইম নিয়োগ দিলে একদিকে সরকারের ব্যয় কমবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচ্ছলতা আসবে। তারা লেখাপড়ার পাশাপাশি কর্ম-অভিজ্ঞতাও অর্জন করতে পারবে।”
তার এই প্রস্তাব ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, শিক্ষার্থীদের জন্য এটি একটি যুগান্তকারী সুযোগ হতে পারে, যদি সরকারিভাবে বাস্তবায়ন করা হয়।