আমিরুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর চরে নবায়ন গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ জুন) বেলা ১০টার দিকে প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহনা খেয়াঘাটের দক্ষিণ পাশে নদীর চরের একটি কেওড়া বাগানে গাছের সঙ্গে ঝুলে থাকা মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা আশাশুনি থানা পুলিশকে খবর দেন।
মরদেহটির পরনে ছিল চেকের লুঙ্গি ও খয়েরি রঙের শার্ট। জলজ পোকামাকড়ের আক্রমণে মুখমণ্ডলের গঠন বিকৃত হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ধারণা করা হচ্ছে, মরদেহটি নদীর জোয়ারের পানিতে ভেসে এসে কেওড়া বাগানে আটকে যায়।”
তিনি আরও জানান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ ঘটনাস্থলে গেছেন এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।