স্টাফ রিপোর্টার, প্রভাষক জাহিদ হাসান
দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের পরিবর্তন এসেছে। চলতি মাসে একাধিকবার দাম বাড়ানো ও কমানোর পর এবার স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। শনিবার (২৮ জুন) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম রবিবার (২৯ জুন) থেকে কার্যকর হবে।
বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।
এর আগে, ২৫ জুন বাজুস সর্বশেষ সোনার দাম কমায়, যেখানে ২২ ক্যারেটের ভরিতে ১,৬৬৮ টাকা হ্রাস পেয়ে দাম দাঁড়িয়েছিল ১,৭২,৮৬০ টাকা।
সোনার দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো হেরফের হয়নি। বর্তমানে রুপার দাম নিম্নরূপ:
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য কমার পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।